জবাব
بسم الله الرحمن الرحيم
বিবাহ কোনো ছেলে খেলা নয়,দুই জন প্রাপ্ত বয়স্ক পাত্র পাত্রী দুইজন পুরুষ সাক্ষির সামনে ইজাব কবুল করলেই বিবাহ হয়ে যায়,এটি ঠাট্রা মূলক বললেও বিবাহ হয়ে যাবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ، وَهَزْلُهُنَّ جَدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্‘আহ্ (স্ত্রীকে ফিরিয়ে আনা)।
হাসান : আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭।
★শরীয়তের বিধান হলো একবার বিবাহ সম্পাদিত হওয়ার পর তালাক ব্যাতিত সেই বিবাহ সম্পর্ক কোনোভাবেই বিচ্ছেদ হয়না।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তারা এখনো স্বামী স্ত্রী হিসেবেই আছে।
তাদের বিবাহ সম্পর্কে কোনো সমস্যা নেই।