আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
195 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
Business korte gele onk somoy onek manusher sathe kotha bolte hoy,,dukane kew kichu kinte asle tader dike takate hoy,,meye manush asleo taddr dike iccha ba oniccha thaka sotteo takate hoy jehetu se customer,,tar dike contrate na dile se jinish kinte aggrohi hobena,,,sekhettre dukanira kivabe tader cokher hefazot korbe???

1 Answer

+1 vote
by (590,820 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد:
নেককাজের আগ্রহ এবং বদকাজের প্রতি অনাগ্রহ থাকার জন্য আল্লাহ তা'আলা আপনাকে উত্তম বিনিময় দান করুক।
আমূত্যু আল্লাহ আপনাকে হেদায়তের উপর অটল অবিচল রাখুক।আমীন।

আপনার কাজ মূলত বৈধ। তবে আপনাকে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।মহিলাদের দিকে প্রয়োজন অতিরিক্ত  তাকানো যাবে না।আল্লাহ তা'আলা বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।(সূরা নূর-৩০)

রসিকতাপূর্ণ আলাপ আলোচনা করা যাবে না।বরং শুধুমাত্র প্রয়োজন পর্যন্ত কথাবার্তাকে সীমাবদ্ধ রাখা হবে।কেননা এটাই হারামের প্রথম দাপ,যাকে শয়তান তার প্ররোচনা দেয়ার উত্তম মাধ্যম হিসেবে গ্রহণ করে।আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلاَ تَتَّبِعُواْ خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
হে মানব মন্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষন কর। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু।(সূরা বাক্বারা-১৬৮)

যখন এই সমস্ত শর্তাদি পাওয়া যাবে তখন আপনার জন্য এ পেশার অনুমোদন থাকবে।তবে এমন পেশা থেকে সর্বদা নিজেকে দূরে রাখাই শ্রেয় যা গায়রে মাহরাম মহিলার সাথে মিক্সিং পরিবেশ সৃষ্টি করে দেয়।বিশেষকরে অবিবাহিতদের বেলায়।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।আমীন।

সু-প্রিয় পাঠকবর্গ! ও প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
জরুরতে গায়রে মাহরাম মহিলাদের সাথে প্রয়োজন পর্যন্ত কথাবার্তার অনুমোদন রয়েছে।তবে এক্ষেত্রে উভয়কে কোমলতা,রসাত্মক আলোচনা পরিহার করতে হবে।স্পর্শ করা বা কাছে ঘেষা ইত্যাদি সম্পূর্ণই হারাম।যদি মহিলাদের কাপড়ের দোকান হয়,যেখানে শুধু মহিলারাই আসবে, তাহলে ভিতরে নিজ মাহরাম কোনো মহিলাকে রাখা যেতে পারে।এবং পুরুষদের জন্য বাহিরে বসার জায়গা রাখা যেতে পারে।যাইহোক সর্বোপরি নিজেকে সর্বপ্রকার ফিতনা থেকে বাঁচাতে সর্বপ্রকার চেষ্টা করতে হবে।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...