আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
153 views
in সালাত(Prayer) by (56 points)
نَحۡنُ خَلَقۡنٰکُمۡ  فَلَوۡ لَا تُصَدِّقُوۡنَ ﴿۵۷﴾
নাহনুখালাকনা-কুম ফালাওলা-তুসাদ্দিকূন।
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা বিশ্বাস করছনা?
উক্ত আয়াত টি নামাযে পাঠ করার,সময় খলাক্বনাকুম এর স্থলে খলাক্বনাহুম পড়ে ফেলেছি।
অর্থের যেই সামান্য পরিবর্তন হলো তার জন্য কি আমার নামায ফাসিদ হয়ে গেছে?

1 Answer

0 votes
by (574,470 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,    
যে কোন “লাহনে জলীর” দ্বারা নামায ভঙ্গ হয়না, বরং অর্থের আমুল পরিবর্তন হলে নামায ভঙ্গ হয়। প্রশ্নে বর্ণিত শব্দটির উল্লিখিত উচ্চারণে নিঃসন্দেহে পবিত্র কোরআনের উচ্চারণ বিকৃত হয়েছে, তবে যেহেতু অর্থের আমুল পরিবর্তন হয় নাই তাই নামায হয়ে যাবে। 

এক্ষেত্রে অর্থ দাড়ায়ঃ আমিই তাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা বিশ্বাস করছনা?
এখানে তাদের দ্বারা মানব ব্যাতিত অন্যান্য মাখলুকাত উদ্দেশ্য নেওয়া যাবে। 
.
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 632):
"ولو زاد كلمةً أو نقص كلمةً أو نقص حرفاً، أو قدمه أو بدله بآخر نحو من ثمره إذا أثمر واستحصد - تعالى جد ربنا - انفرجت بدل - انفجرت - إياب بدل - أواب - لم تفسد ما لم يتغير المعنى إلا ما يشق تمييزه كالضاد والظاء فأكثرهم لم يفسدها.
সারমর্মঃ
কেহ যদি কোনো বাক্য বাড়ায়,বা কমিয়ে দেয়,কোনো হরফ কমিয়ে দেয়,অথবা আগেই উচ্চারণ করে,বা অন্য হরফ দ্বারা পরিবর্তন করে,,,,যদি অর্থ পুরোপুরি পরিবর্তন না হয়,তাহলে নামাজ ফাসেদ হবেনা।,,,


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 133 views
...