আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
শপথ এর কাফফারা আদায়ের আপাতত আমার সামর্থ্য নেই।আমি রোজগার করি না।বাবা খরচ চালান।
এই গুনাহর জন্য তওবা করার চেষ্টা করেছি,,,
১)যদি কাফফারা আদায় এ দেরি হয়,,,তবে কি আমার তওবা গ্রহণযোগ্য হবেনা??
২)যদি গ্রহণযোগ্য না হয়,তাহলে কি দেরিতে তওবা করার গুনাহ হবে এবং এর জন্যও কি তওবা করতে হবে?
আমার মনি, মযীর ব্যাপারে সঠিক ধারণা ছিল না । আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পেরেছি,,,আশা করি।কিন্তু সন্দেহ হচ্ছে দুইমাস আগে,,মযী বের হয়েছিল কি না,,,ধরে নিলাম বের হয়েছে,,,তবে বের হলেও কাপড়ে লেগেছিল কি না,,,কতটুকু লেগেছিল মনে পড়ছে না,,,এবং যদি কাপড় ধোয়া আবশ্যক ছিল,,,আমি ওই কাপড় নিয়ে কতগুলো নামাজ পড়েছি মনে নেই।
৩)এখন কি করবো?এই সন্দেহের বশে নামাজগুলো আদায় করবো?কতগুলো পড়বো?
উল্লেখ্য,,আমি আজই এর বিধান সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা লাভ করলাম।এর আগে পুরাটা বুঝতে পারিনি।