আমাদের মসজিদের ইমাম এবং শুক্রবারে একজন জুমা পড়ায় দুইজনই ভ্রান্ত আকিদায় বিশ্বাসী। যেমন - নবীজী নূরের তৈরী, নবীজী জীবিত, নবীজী গায়েব জানেন ইত্যাদি। এখন কি ওনাদের ইমামতিতে নামাজ পড়লে নামাজ হবে? আর খুতবায় যে ভ্রান্ত আকিদা বিষয়ক কথা তার সত্বেও জুমায় গেলে কি কোনো সমস্যা হবে নাকি না যাওয়া উত্তম?