জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো বিনা ওযরে মসজিদে জামা'আতে শরিক না হয়ে এইভাবে ঘরে নামাজের অভ্যাস গড়ে তোলা জায়েজ নেই,এতে গুনাহ হবে।
তব ওযর বশত কখনো এমন করলে কোনো সমস্যা নেই।
হাদীস শরীফে বিনা ওযরে মসজিদে এসে জামা'আত ছেড়ে দেওয়ার উপর কঠিন হুমকি এসেছে।
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ مَغْرَاءٍ الْعَبْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ " لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى
ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনা সত্ত্বেও কোনরূপ ওজর ছাড়া (বিনা কারণে) জামা‘আতে সলাত আদায়ে বিরত থাকে তার অন্যত্র (একাকী) সলাত কবুল হবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওজর কি? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ভয়-ভীতি অথবা অসুস্থতা।
আবূ দাঊদ ৫৫১, আল জামি‘ ৫৬৩৪, দারাকুত্বনী ১৫৫৭।
বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৩/৭৫), হাকিম (১/পৃঃ ২৪৫), দারাকুতনী (১/পৃঃ ৪২১)
আরো জানুনঃ
★প্রশ্নে উল্লেখিত বাক্য পুরোপুরি ছহীহ নয়।
তাই এইভাবে বলা যাবেনা।
,
হ্যাঁ যদি এই বাক্যে এইভাবে অর্থ নেওয়া হয়,তাহলে ছহীহ আছে।
,
যেমনঃ
ফরজ নামাজের ক্ষেত্রে,,
"ঘরে একা একা জায়নামাযে দাঁড়িয়ে যা পড়ো তা নামাজ নয় (যদিও এই নামাজটিও ছহীহ,তবে এই নামাজ দ্বারা পূর্ণ নামাজের ছওয়াব পাওয়া যাবেনা)।
সঠিক সময়ে মসজিদে গিয়ে (জামা'আতের সাথে)
যা তুমি পড়ো তাই নামাজ (এতে পূর্ণ নামাজের ছওয়াব পাওয়া যায়) "