আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
215 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (33 points)

টেবিলের উপর যে রাং (ওয়াটারপ্রুফ কাপড় ঘাড় যেটা) এটার উপর নাপাকি পড়লে (তরল), সেটা পড়ার পর আমি ওই জায়গা টা টিস্যু দিয়ে ৪ বার মুছে ফেলি। টিস্যু দিয়ে মুছার নিয়ম নিম্নোলিখিতঃ

১। ১ম টা টিস্যু নিয়ে তা ভিজিয়ে নাপাকি স্থান মুছলাম। আবার নতুন আরেকটা টিস্যু ----

২। ২য় টা টিস্যু নিয়ে তা ভিজিয়ে নাপাকি স্থান মুছলাম। আবার নতুন আরেকটা টিস্যু ----

৩। ৩য় টা টিস্যু নিয়ে তা ভিজিয়ে নাপাকি স্থান মুছলাম। আবার নতুন আরেকটা টিস্যু ----

৪। ৪ ন ম্বার  টা টিস্যু নিয়ে তা ভিজিয়ে নাপাকি স্থান মুছলাম।

তারপর টেবিল-কাপড় শুকিয়ে যায়। এভাবে কি টেবিল কাপড় পাক হবে?///

(বিঃদ্রঃ আমি ৩ টি টিস্গুলি  ভিজিয়ে পবিত্র করার কারন হচ্ছে, ওই তরল নাজাসাত ২ দিন আগে পড়েছিলো অর্ধেক টেবিল জুড়ে। আজ ২ দিন পুরে শুকিয়ে যাবার কারনে টিস্যু গুলি ভিজিয়ে ভিজিয়ে এরকম করা লাগছে। আমি যদি কাপড় দিয়ে ৩ বার মুছতাম তাইলে মহান আল্লহ এঁর হুকুম হলে আমার সন্দেহ থাকতো না। কিন্তু টিস্যু ভিজিয়ে ভিজিয়ে এরকপম করার কারনে আমার টেবিল কাপড়টি কি পবিত্র হয়েছে কিউ না আমি সন্দেহে ভুগছি)

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/17831 নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে,
ফ্লোর যদি টাইলসবিহীন হয়, তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে। তবে পানি ঢালার পূর্বেই যদি শুকিয়ে যায়, তাহলেও পবিত্র হয়ে যাবে। কেননা তা মাটির হুকুমে। আর যদি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। অর্থাৎ কোন কাপড় জাতীয় বস্তু দ্বারা মুছে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু টাইলসে যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে, তাহলে তা মাটির হুকুমে। অর্থাৎ শুকানোর দ্বারা পবিত্র হয়ে যাবে। আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয়, তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালো ভাবে ধুতে হবে। (আরো জানতে দেখুন- ই’লাউস সুনান: ১/৩৯২, হিদায়া: ১/৫৬, ফতহুল কদীর: ১/১৭৪, মাবসুতে সারখসী: ১/২০৬)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু এটা ওয়াটারপ্রুফ রাং,তাহলে বুঝা গেল,তাতে শোষণের ক্ষমতা নাই।সুতরাং এটা নাপাক ছিল। কিন্তু আপনার বর্ণনামতে আপনি যে পদ্ধতিতে মুছেছেন,সেই পদ্ধতিতে উক্ত রাং পবিত্র হয়ে গেছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...