আসসালামুলাইকুম শায়েখ।
এই করোনা পরিস্থিতিতে,সরকার লকডাউন ঘোষনা করছে।এতে দোকান,অফিস বন্ধ থাকবে।
এখন আমার প্রশ্ন হল।
১)কেও এই লকডাউন অমান্য করে দোকান খুললে বা বাইরে অন্য কোনো কাজ করলে( যেটি লকডাউন এর অন্তভূক্ত).তার উপার্যন কী হারাম হবে?
২)লকডাউনের মধ্যে বাইরে গিয়ে দোকান থেকে কোনো কিছু কিনলে,পন্যগুলো কী হারাম হবে?