আসসালামু আলাইকুম, আমার বাবা সুদের চাকরি করেন, যদিও তাতে কিছু হালাল অংশ ও আছে। যতটুকু জানি,আমার ভরণপোষণের জন্য ঠিক ততটুকু প্রয়োজন, ঠিক ততটুকু উনার থেকে নেওয়া জায়েজ হবে,এর বেশি না। কিন্তু বাবা আমাদের জন্য অনেক সময়ই না চাইতেই অনেক উচ্চ বিলাসী পণ্য আনেন।বাবাকে বলেছি,চাকরি ছেড়ে ব্যবসা ধরতে, তিনি ও আশ্বস্ত করেছেন যে তিনি চেষ্টা করছেন। কিন্তু ততদিন বাবা ব্যবসা ধরছেন না, প্রয়োজন মাফিক খাওয়া দাওয়া করলে আম্মু বকেন।তার মতে,এ যুগে নাকি প্রায় সকলেই হারাম উপার্জন করেন। দরকার হলে নিজের উপার্জনে চলতে,নয়তো এসব তামাশা বাদ দিতে।আমি একজন মেয়ে,বয়স ১৮। এমতাবস্থায় আমার করণীয় কী?