আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ ।
জায়নামাজে ডিজাইন আছে। নকশা করা।একজন দ্বীনি বোন দেখে বলেছেন এতে প্রত্যেক কলকাতে নকশা দিয়ে আকা ছোট কাল্পনিক অবয়ব আছে।তবে এ অবয়বটি কোনো জীবিত প্রাণীর মত নয়।
১)এ জায়নামাজ এর উপর নামাজ পড়া যাবে কি?
২)যদি না পড়া যায়,,আমি কি জায়নামাজ এর উপর ওড়না দিয়ে নামাজ পড়তে পারি?
৩) তাও যদি না পড়া যায়,,তাহলে কিভাবে নামাজ আদায় করা যাবে?
৪)এভাবে পড়া আগের নামাজে কি কোনো ক্ষতি হবে?