হযরত আমি জানতে চাই,
১|ডলার সিস্টেম একটা হারাম প্রক্রিয়া,কারণ স্বর্ন নুয়ায়ী ডলার তৈরী হচ্ছে না।এছাড়া ডলার এর কোন মূল্য নেই,ইসলামে মূদ্রা বলতে যার নিজস্ব মূল্য আছে তাকে বুঝায়,তাহলে ডলার ব্যবস্হাকে বর্তমান সময়ের আলমরা কেন হারাম বলছেন নাহ্?
বিশ্ব ওলামা গণের মতামতটা কি এই বিষয়ে?
২|কি কারণে তারা এটিকে হালাল বলেছেন?এর পিছনের যৌক্তিক কারণটা কি?
৩|হযরত তাকি উসমানী ডলার হারাম নাকি হালাল এই বিষয়ে কি কোন ফতোয়া দিয়েছেন?তাহলে সেটা কি?
৪|হযরত ইরমান নযর হোসেন উনার (স্বর্ন ও রৌপ্য দিহরাম) বইয়ে আলোকপাত ও হাদীস দ্বারা বুঝিয়েছেন যে বর্তমান ডলার ব্যবস্হা হারাম।তাহলে আমি কিভাবে হজ্ব করবো?কিভাবে GRAPHIC DESIGN করে বিদেশ হতে ইনকাম করবো?
এর সমাধা কি?
৫|ডলার এর কোন ফায়দা নেই,যায়নবাদীরা এটি চাপিয়ে দিয়েছে যেন মানুষের স্বর্ণ সম্পদ তারা নিয়ে নিতে পারে।এতে কোন সন্দেহ নাই।তারা ডলার চাপায় মজুদ কৃত স্বর্ণের অধিক,যা হারাম।এছাড়া তারা সুদের মাধ্যমে জনগণকে আরো দারিদ্র বানিয়ে ফেলছে, তাহলে ডলার কেমনে ইসলামে হালাল হয়?
৬|কোন যৌক্তিক ও হালাল বিষয়ে, মতে, বুঝে, (ডলার সিস্টেম,ডলার ভিত্তিক হালাল ইনকাম)ইসলামে হালাল?
আমাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিন।
৭|সর্বশেষ আমি কি HALAL GRAPHIC DESIGN করে বিনিময় হিসেবে ডলার এর মাধ্যমে টাকা ইনকাম করে,আমার পরিবারকে ভরণপোষণ করা কি জায়েজ হবে?
হযরত,বিষটি আমার জন্য অতিব জরুরী,আমাকে আল্লাহর জন্য সাহায্য করুন।