আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
339 views
in সালাত(Prayer) by (66 points)
আসসালামু আলাইকুম।
কোন মেয়ে/মহিলার ফজরের সালাত কাজা হয় ও কাজা সালাত আদায় করার আগেই হায়েজ শুরু হয়ে যায়। মাসিক চলাকালীন সময়ে তিনি মারা যান। বুঝতেই পারছেন যে তিনি কাজা সালাতটি আদায় করতে পারেননি। মারা যাওয়ার পর কি তাকে এই সালাত আদায় না করার জন্য শাস্তি দেওয়া হবে? তিনি যদি এই কাজা সালাতের জন্য আল্লাহর কাছে মাসিকের দিনগুলিতে তাওবাহ করেন তাহলে কি আল্লাহ তার এই কাজা সালাত ক্ষমা করে দিবেন?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


কোনো ব্যাক্তি নামাজ কাজা থাকা অবস্থায় মারা গেলে তার পক্ষ থেকে অন্য কেউ নামাজ আদায় করতে পারবেনা,তবে ফিদইয়াহ দিতে পারবে।

হাদীস শরীফে এসেছেঃ 

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يُسْأَلُ هَلْ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ أَوْ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ فَيَقُولُ لَا يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ وَلَا يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ 

আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে প্রশ্ন করা হইলঃ একজন আর একজনের পক্ষে রোযা রাখিবে কি? অথবা একজন অন্যজনের পক্ষে নামায পড়িবে কি? তিনি উত্তরে বলিলেনঃ একজন আর একজনের পক্ষে রোযা রাখিবে না এবং একে অপরের পক্ষে নামাযও পড়িবে না।
(মুয়াত্তা মালিক ৬৬১)

عن ابن عباس رضي الله عنهما  رواه النسائي في السنن الكبرى وغيره، وصحح الحافظ إسناد النسائي : لا يصلي أحد عن أحد ولا يصوم أحد عن أحد؛ ولكن يطعم عنه مكان كل يوم مدا من حنطة.
সারমর্মঃ
 একে অপরের পক্ষে নামায পড়িবে না এবং একজন আর একজনের পক্ষে রোযা রাখিবে না, তবে মিসকিনকে প্রত্যেক দিনের বিনিময়ে এক মুদ গম দিবে।

★নামাজের ফিদিয়াঃ বিতরসহ প্রতি ওয়াক্ত নামায হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য পৌনে দুই সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরীব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে। অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরীবকে দুই বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। যা সদকায়ে ফিতির এর টাকা পরিমাণ হয়। (ফতাওয়া শামী-২/৭২)

সহজ কথায়, প্রতিটি নামাযের জন্য সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবকে দান করে দিতে হবে।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ব্যক্তির উচিত ছিলো মারা যাওয়ার আগে তার কাজা নামাজের ফিদিয়াহ আদায় করার অছিয়ত করে যাওয়ার।  

প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত মহিলা যেহেতু অছিয়ত করেনি,সেক্ষেত্রে অন্য কেহ তার পক্ষ থেকে ইহসান ও দয়া করে যদি ফিদিয়াহ আদায় করে দেয়,তাহলেও তার নামাজের ফিদিয়াহ আদায় হয়ে যাবে।
,
যদি তা না করা হয়,তাহলে আল্লাহ তায়ালা তাকে এই কারনে শাস্তি দিবেন।   
(তবে মহান আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন।) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 203 views
...