আসসালামু 'আলাইকুম।
১,দুই সিজদার মাঝে সোজা হয়ে বসার সর্বনিম্ন সুরত কতটুকু? আর এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত? এটা ঠিকঠাক না হলে সাহু সিজদা দিতে হবেযে?
২,আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাদের উপর হজ্ব ফরয ছিলনা,মারা যাওয়ার পর আমার যথেষ্ট সামার্থ্য আছে,এখন যদি আমার হজ্ব ও আমার স্ত্রীর বদলি হজ্ব করি, তাহলে এর ব্যাপারে হুকুম কি
জাযাকাল্লাহু খাইর