বিসমিহি তা'আলা
জবাবঃ-
বর্তমানে আমরা সালাফী বলতে তাকলীদ গায়রে শাখসী যারা করে থাকেন,তাদেরকেই বুঝি।অর্থাৎ যারা নির্দিষ্টভাবে কোনো ইমামের তাকলীদ করেন না।আর মাযহাবি বলতে যারা নির্দিষ্টভাবে সকল মাসআলায় কোনো এক ইমামের অনুসরণ করে থাকেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.