আমার একটা বিয়ে প্রপোজাল এসেছে যেখানে ছেলে একজন স্টুডেন্ট । যার ফ্যামিলি অর্থনৈতিক দিক থেকে আমার ফ্যামিলির দিক থেকে সমান কিন্তু সমস্যা হলো তাদের ফ্যালির কোনো সম্পদ বেশি থাকলেও তাদের কোনো সম্পত্তি নেই ,ছেলের বাবা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং তারা ৪ ভাই । আর আমার বাবা একজন উপসহকারী মেডিকেল অফিসার আমরা ২ভাইবোন আর সম্পত্তির দিকে আমাদের ছেলের তুলনায় বেশি । আর ছেলের বাড়ি আমার বাড়ি থেকে 4/5 ঘন্টার রাস্তা অনেক দূর । আমার ফ্যামিলি মূলত না করছে
1/আপাততো কোনো চাকরি নেই,ভবিষৎে কেমন চাকরি পাবে বা আদতে পাবে কী না সেটা শিউর না(ছেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র)
2/তার বাড়ি অনেক দূর
3/সম্পত্তির দিক থেকে তারা আমাদের চেয়ে কম ।
[এই সবগুলো কারণ চলে যেতো যদি ছেলেটা সরকারি চাকরিজীবি হতো]
কিন্তু আমি চাই এই সমন্ধটা আগাক কারণ
1/ছেলেটা দ্বীনদ্বার (5 ওয়াক্ত নামায পড়ে)
2/ ছেলের ফ্যামিলিও দ্বীনদার
3/ছেলের মনমানসিকতা আমার জন্য মনে হয়েছে আমার জন্য এটাই সঠিক
কিন্তু আমার এখানে কিছু বিষয়ে দ্বিধা আছে
১\ ছেলেটা আসলে আমার স্যার ছিলো একসময়(সে হিসেবে আমার এটা বুঝে আসছে না তখন তো আমি দ্বীনের বুঝের উপর ছিলাম না কিন্তু স্যারকে শুরু থেকে দ্বীনদ্বার হিসেবে জানি , স্যার তো আমাকে পড়াতো আমার আম্মুর সাথেও কথা বলতো স্বাভাবিকভাবে {এটা কী জায়েজ!! এ ধরনের পাত্র বিয়ে করা কী ঠিক হবে}- এ বেপারে আম্মু জিজ্ঞেস করেছিলো তখন স্যার বলেছে "আন্টি পরীক্ষায় 33 পেলে পাস 80 পেলেও পাস সেখানে আপনারা তো এতোটা বেপর্দা না)
2/স্যারের যে সাবজেক্ট সেখানে স্যারের ব্যাংকে জবের অফার সবচে ভালো হবে , আম্মা জিজ্ঞেস করেছিলো ব্যাংকে জব করলে মেয়ে(আমি) বলেছে চোখ বন্ধ করে না করে দিতে তখন স্যার বলে "আন্টি ব্যাংকের সব জব যে হারাম সেটা না তবে কিছু হারাম কিছু হালাল আছে"
আদতে এর সত্যতা কী ?
এ বিষয়গুলো নিয়ে আমি দিদ্ধায় আছি কী করবো বুঝতে পারছি না এখানে কী আমি করবো ?
আমি কোনোভাবেই মানতে পারছি না এই সমন্ধটা না করে দেয়া কারণ আমি শুক্রবার খুব করে দোয়া করেছিলাম এটা যদি আমার ইহকাল ও পরকালের জন্য ভালো হয় তবে এটা এগিয়ে যাক সত্যি বলতে এটা অনেকটাই এগিয়ে যায় তখন আমি উপরোক্ত বিষয়গুলো নিয়ে বারবার দিদ্বায় পড়ছিলাম আর তখন দোয়া করি যে এই সমন্ধটা যদি আমার ইহকাল ও পরকালের জন্য ভালো হয় তবে এটা যেনো কোনো বাধা ছাড়াই এগিয়ে যায় এবং বিয়েটা যেনো তাড়াতাড়ি হয়ে যায় আর আজ সকালে আম্মু বললো আব্বু এই সমন্ধটা না করে দিবে ।
আমার ফ্যামির না করার কারণ কোনো চাকরি নেই(কিন্তু টিউশনি করে একটা ভালো পরিমাণ ইনকাম আছে উনার যতদূর জানি)
আমার হ্যা বলার কারণ শুধুই দ্বীনদারি আর কিচ্ছু না আর আমার বিয়ের সমন্ধটা আসার একমাত্র কারণ শুধুই দ্বীনদ্বারিতা ।
এখন এখানে আমি কী করবো বাবা মার বাধ্য থাকবো নাকি উনাদের উত্তম অপায়ে বুঝানোর চেষ্টা করবো ।