আসসালামু আলাইকুম,
একজন আলিম বক্তব্যতে একদিন বলেন, "কোন হিন্দুর বিয়ে না হলে আপনি যদি কোন ভাবে সাহায্য করেন তবে আপনার সাওয়াব হবে। কিন্তু যদি তাদের মন্দির নির্মাণে সাহায্য করেন তবে আপনি কুফরি করলেন।"
এর কিছু বছর পরে ওই আলিম নিজেই মন্দির নির্মাণে অর্থ দিয়ে সহযোগিতা করেন।
এখানে তো জাহালতের কোন ওজর নাই। তবে তাকে কি তাকফির করা যাবে?