সম্মানিত মুহতারাম...
আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি মেয়েদের কোনো পোশাক বিক্রি করবো না (ইন শা আল্লাহ)... আর পুরুষের পোশাকের ক্ষেত্রেও যথাসম্ভব জায়েজ পোশাক নিয়েছি, বিক্রির উদ্দেশ্যে... আর আপনিও হয়তো মোটামুটি জানেন যে, এদেশের অধিকাংশ মানুষ-ই বিভিন্ন ফেতনায় জড়িত ... এমতাবস্থায় তাকওয়ার খাতিরে যদি একজন মুসলমান যদি এই ব্যবসাকে হারাম বলেই ধরে নেয়, তাহলে এই হালাল ব্যবসা খুজে বের করা খুব-ই দুষ্কর... উদাহরণ স্বরুপ- মানুষ মোবাইল-কম্পিউটার দিয়ে অশ্লীল কাজ করে আজকের এই সময়ে___ তাই এর বিক্রি ব্যবসা হারাম ক্যাটাগরিতে পড়ে যাবে ।
তাছাড়া শুধু গার্মেন্টসের কাপড়ের ব্যাবসার কথাও যদি বলি সেখানে ফ্যাশন পোশাক তৈরি করে... এটাও হারামের ক্যাটাগরিতে পড়বে...
প্রিয় মুহতারাম,
এভাবে যদি খুজে দেখি, তাহলে হয়তো হালাল ব্যবসা খুজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে... !!!
এখানে ইন শা আল্লাহ মোটামুটি আমার উপস্থাপিত ব্যবসা অবস্থা স্পষ্ট ... অতএব দয়া করে, একটু বলে দিন এই ব্যবসা জায়েজ কিনা ???
হ্যা অথবা না... যেকোনো একটা !!! কারণ আমি ব্যবসা খুজতে গেলে সেখানে কিছু না কিছু হারাম পেয়ে যাই... আমি মানসিকভাবে অনেক পেরেশানিতে আছি... আমাকে মাফ করবেন ।