আমার নাম হাসান আহমাদ। লোকে যখন জিজ্ঞেস করে তখন বলি "হাসান আহমাদ"।
অর্থাৎ--- হাসান বলার সময় হাসান নামের "বড়-হা" বলি না (ছোট-হা দিয়ে হাসান বলি) ্,মানে ------
( حসান না বলে , هসান বলি))
এবং "আহমাদ" বলার সময় আহমাদ নামের "আলিফ এর পরে যে "বড়-হা" আছে ওই "বড়-হা" এর স্থলে 'ছোট-হা' দিয়ে আহমাদ বলি মানে------
(আحমাদ না বলে্, আهমাদ বলি)
এইভাবে দুই নামের দুই জায়গায় "বড়-হা" এর জায়গায় "ছোট-হা" দিয়ে (হাসান এবং আহমাদ) উভয়-ই নাম এভাবে ছোট হা দিয়ে বললে
১।আমার কোন গুনাহ হবে কি?
২। উপোরক্ত বর্নিত লাল লিখাংশ হচ্ছে উদাহরন। এইভাবে বড় হা এর জায়গায় আমি ছোট হা দিয়ে আমার নাম বললে আমার ঈমান নষ্ট হবে কি?
(কেননা, পবিত্র কোরআন শারীফে যেভাবে "হাসান এবং আহমাদ" শব্দ শুদ্দ্বভাবে দেয়া আছে সেভাবে আমি বলি না। তাই ইচ্ছাকৃতভাবে উপোরক্তভাবে আমি আমার নাম বললে অর্তাত উপরে বর্নিত ভুল করলে আমার ঈমান নষ্ট হবে কি??))