اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
যে সব নামাজের সময়সুচী এর ক্যালেন্ডার পাওয়া যায় সেসব এ মনে করেন দেওয়া আছে এইরকমঃ
:জুন মাস:
তারিখ । তাহাজ্জুদের শেষ সময়
৫ । ৩ঃ৪৫
৬ । ৩ঃ৪৪
মনে করেন আজকে ৫ তারিখ রাত্রি ১০টা বাজে। ধরুন আজকে রাত্রেই আমি নিয়্যত করলাম যে আজকে তাহাজ্জুত এর নামাজ পড়বো, তাহলে আমি কোন সময়টাকে শেষ সময় ধরবো ৩ঃ৪৫ নাকি ৩ঃ৪৪ ?
(আমি জানি এটা তেমন কোন সমস্যা নয়, ২/৩ মিনিট আগে শেষ করলেই হলো। কিন্তু আমি একটা এপস বানাচ্ছি যেটাতে কোন অয়াক্ত কতক্ষণ বাকি তা বের করে দিবে, তাই এখানে এক্সাক্ট সময়টাই লাগবে।)