ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মসজিদ থেকে বের হওয়ার পূর্বে বা নামাজের ঘর থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত সাহু সিজদা দেওয়া যাবে। যতক্ষণ না কারো সাথে কথা বলা হবে।যদি কারো সাথে কথা বলে ফেলা হয়,তখন আর সাহু সিজদা দেওয়া যাবে না। ওয়াক্ত চলে গেলে আর সাহু সিজদার কোনো প্রয়োজন নাই।নামাযকেও দোহরাতে হবে না।(বাহরুর রায়েক-২/৯৯) তবে কেউ দোহড়ায়ে নিলে সেটাও মন্দ হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সিজদা দেওয়ার পর আবার তাশাহুদ পড়া জরুরী। তবে তাশাহুদ না পড়ে থাকলে এবং সালাম না ফিরিয়ে থাকলে ওয়াক্তের ভিতর হলে ঐ নামায কে দোহড়ানো জরুরী। হ্যা, ওয়াক্ত চলে গেলে তখন আর ঐ নামাযকে দোহড়াতে হবে না।
(২)ফযরের নামাযের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মাঝে বা আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মাঝে উমরী কাযা আদায় করা যাবে ।কেননা উমরী কাযা নামাযের কোনো ওয়াক্ত নাই।