ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
وَكَذَا لَوْ قَرَأَهَا فِي الْقُعُودِ إنْ بَدَأَ بِالْقِرَاءَةِ وَإِنْ بَدَأَ بِالتَّشَهُّدِ ثُمَّ قَرَأَهَا فَلَا سَهْوَ عَلَيْهِ كَمَا فِي الْمُحِيطِ
«البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (2/ 105)
যদি কেউ বৈঠকে কিরাত শুরু করে দেয়, অর্থাৎ যদি কেউ তাশাহুদ পড়ার পূর্বে কিরাত শুরু করে, তাহলে তার উপর সিজদায়ে সাহু আসবে। কেননা এতে ওয়াজিব রুকন তথা তাশাহুদ পড়তে বিলম্ব হচ্ছে। কিন্তু যদি কেউ তাশাহুদ পড়ার পর কিরাত পড়া শুরু করে, তাহলে এতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কেননা এতে ওয়াজিব রুকুন আদায়ে দেড়ী হচ্ছে না।
(২) জামাতে প্রথম রাকাত মিস করলে ইমামের সাথে যে দুই বৈঠক করতে হবে, ওই দুই বৈঠকে তাশাহুদ পড়তে হবে।
(৩) বীর্য পায়জামাতে লাগলে সেই পায়জামা পরিহিত অবস্থায় সাবান দিয়ে নাপাকি ধুয়ে পুকুরে গোসল করলে কোনো সমস্যা হবে না। অথবা যদি পায়জামা পরিহিত অবস্থায় নাপাকি ভালোমত ধুয়ে টিউবওয়েলে ৩-৪ বার গোসল করা হয় তাহলে তাতেও সমস্যা হবে না।