ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শরীয়তের বিধান মতে একাধিক স্ত্রীর মাঝে যদি ইনছাফ করতে পারে,তাহলে প্রয়োজনের স্বার্থে একাধিক বিবাহ করতে পারবে।
আল্লাহ তায়ালা বলেন
فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع
তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে—দুই, তিন অথবা চার। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে (বিয়ে করো)।(সুরা : নিসা, আয়াত-৩)
দ্বিতীয় বিয়ে করার ইসলামী শর্ত বেশ কঠিন অনেক কড়া। আগের স্ত্রীর সব ধরনের হক আদায়ের পর নতুন বিয়ের পরেও সমান তালে সব অধিকার পালন করার আত্মবিশ্বাস থাকলেই কেবল যৌক্তিক কারণে দ্বিতীয় বিয়ে করা যায়।
قال اللہ تعالی:فإن خفتم ألا تعدلوا فواحدة الآیة (سورہ نسا، آیت:۳)
আল্লাহতায়ালা বলেন, একাধিক বিয়ের সুবিধা যাদের আছে, তারা যদি সম অধিকার বজায় রাখার ক্ষেত্রে ভীত হও, তাহলে এক বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ থাক।
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ : «إِذَا كَانَتْ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّه سَاقِطٌ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُوْ دَاودَ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো পুরুষের দু’জন সহধর্মিণী থাকে আর সে তাদের মধ্যে যদি ন্যায়বিচার না করে, তবে সে কিয়ামতের দিন একপাশ ভঙ্গ (অঙ্গহীন) অবস্থায় উঠবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/6683
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বহু বিবাহ করা কুরআন সমর্থিত একটি বিষয় , তাই বহু বিবাহ অস্থিত্বকে অস্বীকার করা বা বহু বিবাহের অস্থিত্বকে খাটো করে দেখা, এর অর্থ হল, কুরআনকে অবমাননা করা। আর কুরআন অবমাননা করলে যে কেউ কাফির হয়ে যায়, সুতরাং এমন বিদ্রুপাত্বক ব্যক্তি অবশ্যই কাফির বলে বিবেচিত হবে। তবে যদি কেউ বহু বিবাহ করার কিছু কিছু কু-ফল কে নিয়ে আলোচনা করে, অর্থা অনেকে বহু বিবাহ করার পর ইনসাফ করে না, এ সম্পর্কে কুরআনও সতর্ক করেছে, তাই ইনসাফ না হওয়ার আলোচনা করলে ঐ ব্যক্তি কাফির হবে না।
(২)মালিকের যদি ক্ষতি না হয়, তাহলে এতে কোনো গোনাহ হবে না। যদিও কাজটি অনুচিত হয়েছে। এবং কাফফারাও দিতে হবে না। আর মালিকের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে, যদি সে ক্ষতিপূরণ চায়।