ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) তামিমাহ লটকানো শিরক। যদি কারো তামিমার উপর এমন আকিদা বিশ্বাস থাকে যে, তামিমাই রোগ বালাই ভালো করবে, তার নিজস্ব ক্ষমতা রয়েছে, তাহলে এমন আকিদা বিশ্বাস স্থাপনকারী অবশ্যই কাফির হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি তার আকিদা বিশ্বাস সঠিক থাকে, তাহলে তার ঈমানে কোনো সমস্যা হবে না।
(২) আকিদা বিশ্বাস সঠিক বা বিশুদ্ধ না থাকলে তারও গোনাহ হবে। এবং সে মুশরিক হিসেবে বিবেচিত হবে।
(৩) বেহেশতী জেওরের শেষের দিকে আরবি সংখ্যা দিয়ে যেসব তাবিজ রয়েছে, এগুলো তামিমা নয়, কেননা তামিমা হল, হাতির দাত, বাঘের নক ইত্যাদি । সুতরাং এগুলো জায়েয। এগুলোর ব্যবহার নাজায়েয নয়।