আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১. আমি গত ঈদ উল ফিতর এ, বায়তুল মুকাররম প্রান্তর থেকে আতর কিনতে গিয়েছিলাম। সেখানে ford car company এর লোগো দেয়া একটা আতর ছিল। যেটা বাংলাদেশে প্যাকেট করা হয়, কিন্তু ফ্রান্সের প্রোডাক্ট। সেটা কেনা কি নাজায়েজ হবে?
২. দুনিয়াবি ইলম সম্পর্কে, শিক্ষাব্যবস্থা যদি পড়াশোনার ক্ষেত্রে কোন কুফরি জিনিস শিখতে দেয়, সেটা শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য শেখা যাবে কিন্তু সেটা বিশ্বাস ও ব্যবহার করা যাবে না। কিন্তু অন্যান্য জায়েজ বিষয় এর শিক্ষা গ্রহন ও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে নিয়ত ইসলাম, মুসলিম আর দেশের খেদমতের উদ্দেশ্য থাকলে সাওয়াব হবে কিন্তু খেদমত উদ্দেশ্য না থাকলে সে শিক্ষা দ্বারা উপার্জন ও ব্যবহার হালাল হলেও সাওয়াব হবে না। আমার আকিদা ঠিক আছে কি না?