আসসালামু আলাইকুম
১- আমি শুনেছি আত্তাহিয়াতু পড়ার পর সালাম ফিরালেও নামাজ হয়ে যায়। (দরূদ,দোয়া মাসুরা না পড়লেও হয়)
এটা কি সঠিক?
কোন সমস্যা থাকলে এভাবে পড়লে হবে?
২- নামাজের সময় সেই রুমে অন্য কেউ যদি ফোন চালায়,ফেসবুক চালায়, যেখানে বিভিন্ন মানুষের ছবি আসে,
সেক্ষেত্রে নামাজে কি কোন সমস্যা হবে?
অনেক সময় দেখা যায় একই রুমে একজন নামাজ পড়ছে,
অন্যজন ফোন চালাচ্ছে যেখানে মানুষের ছবি আসে।