আসসালামু আলাইকুম হযরত,
কেউ কেউ কুরআনের আয়াত বা হাদিস দিয়ে মিম বানায় তাও সেটি কাট ছাট করে বানায়।
যেমন কুরআনের একটি আয়াত এমন আছে যে,
*আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।*
কিন্তু সে শুধু
হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন *
ইটুকু ডিজাইন করে বানিয়ে ছড়িয়ে দেয়। এরকম অহরহ আছে।
এগুলো কী কুরআনের আয়াত বিকৃত করা হলো না!??
এভাবে কী ডিজাইন করা জায়েয হবে?