ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) জ্বী, আল্লাহর ক্ষেত্রে তাঁর এর স্থলে উনি ব্যবহার করা যাবে। মনে রাখবেন, তাঁর শব্দটি উনি বা উনার মতই সম্মাণিত। সুতরাং পরিবের্তনের আপাতত প্রয়োজন মনে করছি না।
(২) আদি অর্থ পুরাতন, উৎপত্তির কারণ, উৎপত্তির জায়গা, প্রভৃতি মাংসাদি. প্রথম, মূল। সুতরাং ”আদি স্রষ্টা” যিনি সমস্ত অস্থিত্বের মূল, যিনি প্রথম ও মূল স্রষ্টা, যাকে সমস্ত শক্তির মূল উৎস বিবেচনা করা হয়। যিনি ক্বাদীম তথা পূর্ব থেকে আছেন এবং সর্বদা থাকবেন।
(৩)ইখলাছের অনেক অর্থ হতে পারে। যেমন দেখেন কুরআনে কারীমে আল্লাহ বলছেন,
إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَـٰئِكَ مَعَ الْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমাবরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন। (সূরা নিসা-১৪৬)
আল-মা’আনী অনলাইন অভিধানে উক্ত আয়াতের ব্যখ্যায় বলা হয় যে,
{إلاَّ الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ}: مَحَّصوه له خالصًا من شوائب الشرك والرياء:-
যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং যারা শিরক ও রিয়া থেকে তাদের দ্বীন ধর্মকে পবিত্র রেখেছে, বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন।
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। (সূরা বায়্যিনাহ-৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত দুনু আয়াতে ইখলাছের অর্থকে একত্ববাদ বলা হয়েছে। যেহেুত একত্ববাদই একমাত্র সত্যিকারের বিশ্বাস তাই ইখলাছের অর্থকে নিরেট খাঁটি বিশ্বাসও বলা যাবে।
(৪)”আউযুবিল্লাহি মিনাশ-শাইত্বানির রাজিম” এটাই সঠিক উচ্ছারণ। 'আউযুবিল্লাহ' 'বিসমিল্লাহ' পড়ার বিধান সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/18811
(৫) ”বিসমিল্লাহির রাহমানির রাহীম“ এটাই সঠিক উচ্ছারণ। 'আউযুবিল্লাহ' 'বিসমিল্লাহ' পড়ার বিধান সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/18811
(৬) কুরআন উস্তাদ ব্যতীত বুঝা মুশকিল, তাই আপনি কুরআন বুঝতে হলে কোনো বিজ্ঞ উস্তাদের শরণাপন্ন হতে হবে।