বড় ভাই নামাজ কম পড়েন। এজন্য আম্মা বুজান, কোনো সময় রাগ করে বকা দেন।
বেশীর ভাগ ফজরের সময় আম্মা যখন ডাকতে যান, তখন ভাইয়া উঠা তো দূরের কথা উলটো আম্মার সাথে রাগ করে বিভিন্ন কথা বলেন।
এইরকম কথা মাঝে মাঝে রাগে বলেন ভাই,
"বলছি তো পড়বো,,তাইলে এতবার বলো কেন"
"আমি কি না করেছি পড়বো না,,যাও এখান থেকে"
"তুমি কি দেখেছো আমি পড়ি নাই? আমি একটু আগে পড়ে নিয়েছি" --(অথচ ভাই মিথ্যা বলেছেন, তিনি নামাজ না পড়েই, আম্মার সাথে রাগে বলেন উনি পড়ে নিয়েছেন)
"(কোনো সময় রাগে বলেন)"" যাও একান থেকে,,, পড়লে পড়ি না পড়লে নাই""
উপোরক্ত সব কথা রাগ করে উত্তর দেন। একটি কথাও বিনা রাগে বলেন না।
আম্মা নামাজের দাওয়াত দেন। কিন্তু হিতে বিপরীতে ভাইয়ার এরকম রাগারাগি করা, রাগারাগি করে কথা বলার কারনে ভাইয়ার কি ঈমান ভংগের কারন হবে কি?
(যেহেতু আম্মা নামাজের দাওয়াত দেন,,আর ভাইয়া রাগ করেন)