আসালামুয়ালইকুম।
প্রসাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি এরপর টিস্যু দিয়ে মুছে ফেলি।কিন্তু এরপর মাঝে মাঝে এমন হয় যে প্রসাবের রাস্তায় খুবই সামান্য একটু প্রসাবের মত দেখা যায় যা এক ফোটার থেকেও কম। দেখা মাত্রই টিস্যু দিয়ে মুছে ফেলি।
এখন,
১) টিস্যু দিয়ে মুছে ফেললেই কি পবিত্র হয়ে যাবো নাকি পানি দিয়ে পরিষ্কার করতে হবে?
২)আর যদি সন্দেহ হয় যে কাপড়ে লেগেছে যেহেতু খুবই সামান্য পরিমাণ তখন কাপড়ে কোনো ভেজা বা গন্ধও পাই না সেক্ষেত্রে কি করবো?
জাযাকাল্লাহ।