আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
488 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
৪৫-৪৬ বছর আগে আমার দাদার কবর দেয়া হয় মসজিদ থেকে দূরে পূর্বপাশে। কালক্রমে মসজিদটি সম্প্রসারিত হওয়ায় কবরটি মসজিদের বারান্দায় পড়ে যায়। বর্তমানে কবরটিকে পিছনে ও ডান পাশে রেখে আমরা নামাজ আদায় করে আসছি।
বর্তমানে আবারো মসজিদ পুনঃনির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে মসজিদের সীমানা আবারো বৃদ্ধি পাওয়ায় ইঞ্জিনিয়ারের ডিজাইন মতে কবরটির অর্ধেক অংশ মসজিদের ভিতরে ও বাকি অর্ধেক ওযুখানার সামনে পরে, যারা পিছনে কোনো কাতার হবে না।
এমতাবস্থায় কবরটি স্থানান্তর করতে হবে কিনা কিংবা স্থানান্তর করতে হলে কিভাবে করতে হবে। অথবা কবরের চিহ্ন না রেখে সমান করে মেঝে করা যাবে কিনা।
বিঃদ্রঃ মূল কবরটি বর্তমান মেঝে থেকে প্রায় ৬-৭ ফিট নিচে এবং এর উপর মেঝে রয়েছে।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যেহেতু আপনার বিবরণমতে আপনার দাদার কবর অনেক পুরাতন। এ পরিমাণ পুরাতন যে, লাশ মাঠি হয়ে মাঠির সাথে মিশে গেছে, এবং উক্ত কবরস্থানে এখন আর কোনো মাওতাকে দফন করা হচ্ছেনা। তাই উক্ত কবরকে মসজিদে শামিল করা যাবে। উক্ত কবরকে ভেঙ্গে মাঠির সাথে মিশিয়ে অন্যান্য মেঝের মত সমান করে মসজিদের সাথে মিলানো যাবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/৩৫১)
جَازَ زَرْعُهُ وَالْبِنَاءُ عَلَيْهِ إذَا بَلِيَ وَصَارَ تُرَابًا زَيْلَعِيٌّ.
«حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي» (2/ 238)

فَإِن قلت: هَل يجوز أَن تبنى على قُبُور الْمُسلمين؟ قلت: قَالَ ابْن الْقَاسِم: لَو أَن مَقْبرَة من مَقَابِر الْمُسلمين عفت فَبنى قوم عَلَيْهَا مَسْجِدا لم أر بذلك بَأْسا، وَذَلِكَ لِأَن الْمَقَابِر وقف من أوقاف الْمُسلمين لدفن موتاهم لَا يجوز لأحد أَن يملكهَا، فَإِذا درست وَاسْتغْنى عَن الدّفن فِيهَا جَازَ صرفهَا إِلَى الْمَسْجِد، لِأَن الْمَسْجِد أَيْضا وقف من أوقاف الْمُسلمين لَا يجوز تملكه لأحد، فمعناهما على هَذَا وَاحِد.
«عمدة القاري شرح صحيح البخاري» (4/ 179)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...