প্রশ্নটি আবার করার জন্য দুঃখিত।
গতবার প্রশ্নের উত্তর এখনো দেয়া হয়নি।
বিষয়টি খুবই জরুরি এবং যিনি এমন করেছেন তিনি বিবাহিত, তাই তিনি খুবই দুশ্চিন্তায় আছেন। দয়া করে দ্রুত জানাবেন ইন শা আল্লাহ।
আসসালামুয়ালাইকুম
একজন ব্যাক্তি অপর ব্যক্তিকে এশার জামাতের ওয়াক্তের কিছু আগে জিজ্ঞেস করেন যে এশার জামাত পড়তে তিনি মসজিদে যাবেন কিনা? উত্তরে অপর ব্যক্তি মজা করতে গিয়ে বলেন যে ," আমি এখন একটু শুয়ে রেস্ট নিবো, এরপর উঠে জামাত পড়তে পারবো কি পারবোনা এটি নির্ভর করবে শয়তানের উপর, শয়তান ধোকা দিয়ে দিলে পারবোনা।"
এখন উনি ভবিষ্যতের একটি কাজ শয়তানের উপর নির্ভর করবে এই ধরণের কথা বলায় ঈমাণ ভঙ্গ হয়ে গেছে কি?
উল্লেখ্য যে উনি সাথে সাথেই উনার ভুল বুঝতে পারেন এবং আসলে যে শয়তানের উপর কিছুই নির্ভর করেনা এবং আল্লাহ তায়ালা একাই সর্বময় কর্তৃত্বের অধিকারী তিনি তা মনে প্রাণে বিশ্বাস করেন। বাস্তব জীবনে ও তিনি দ্বীন ইসলাম ফলো করার যথাসাধ্য চেস্টা করেন। শুধু মাত্র কথাচ্ছলে এবং কথায় কথায় বন্ধুর সাথে মজা করতে গিয়েই এমনটা বলে ফেলেন।