আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
351 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
আসসালামু আলাইকুম।
১. জীবিত মানুষের জন্য ইহকালীন কল্যাণের দুয়া করার পাশাপাশি পরকালীন কল্যাণ কামনা করা কি জায়েজ আছে? পিতা মাতা সন্তানের জন্য এমন দুয়া কি করতে পারে যে, "আল্লাহ আমার সন্তানদেরকে আপনি ইহকালে কল্যাণ দিন, পরকালেও কল্যাণ দান করুন"? অনুরূপ সন্তান কি জীবিত পিতামাতার জন্য এরূপ দুয়া করতে পারবে?

২. অনেক নিষ্পাপ মানুষ হত্যা করেও আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা পেয়েছে মানুষ এমন হাদীস রয়েছে। আমার প্রশ্ন হলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করা তো অন্যের হক নষ্ট করার সামিল হয়। তাহলে এক্ষেত্রে "হাক্কুল ইবাদ" এর ব্যপারে আল্লাহ বান্দার ক্ষমা ব্যতিরেকে নিজে ক্ষমা করবেন, তার হিকমাহ টা কী? এই খুনের গুনাহ ক্ষমা করার মত কি আল্লাহ অন্য "হাক্কুল ইবাদ" সংক্রান্ত গুনাহও নিজে থেকে ক্ষমা করে দিতে পারেন, যদি কেউ সত্যিকারভাবে তাওবা করে?  দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (601,620 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা’আলা বলেন, 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। ( সূরা আলে ইমরান-১৮৫) 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। ( সূরা আম্বিয়া-৩৫)
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। ( সূরা আনকাবুত-৫৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেভাবে একজন মানুষের জন্য দুনিয়ার জীবন বাস্তব ও সত্য। ঠিক সেভাবে একজন মানুষের জন্য পরকালিন জীবনও বাস্তব ও সত্য। সবাইকে একদিন না একদিন মরতে হবে। তাই কারো ইহকালিন ও পরকালিন ভালোর জন্য দুআ করা জায়েয হবে। 
(২)
জ্বী, হত্যার মত আল্লাহ অন্য "হাক্কুল ইবাদ" সংক্রান্ত গুনাহও নিজে থেকে ক্ষমা করে দিতে পারেন, যদি কেউ সত্যিকারভাবে তাওবা করে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (601,620 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...