আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
386 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (22 points)
closed by
ক) হজে যখন মাথার চুল ফেলে দিতে হয় তখন ফেলে না দিয়ে  বিনা ওযরে ছেঁটে ফেললে কি কাফফারা আছে? বা সওয়াব কম?
খ) কোন প্রকার হজের পরে ইহরাম খুলে কোন কোন সময়ে?
গ) আরাফাহর দিন যোহর আসর মূল জামাতে শরীক হতে না পারলে নিজের খিমাতে আলাদা জামাত করা যাবে।
খিমা মানে কি?
ঘ) মুহরিম ব্যক্তি একটি বা দুটি নখ কাটলে সাদকা ওয়াজিব হয়। কিন্তু ওযরের কারণে(কারো আঙুল মাংসের মধ্যে ঢুকে ব্যথা করে অনেক) করলেও কি  সাদকা ওয়াজিব হয়?
closed

1 Answer

+1 vote
by (559,530 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 


(ক)
হাদীস শরীফে ইরশাদ হয়েছেঃ 

عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَأُنَاسٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ

‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর কিছু সাহাবী বিদায় হজে মাথা মুণ্ডন করেছিলেন। আবার (সাহাবীগণের) কেউ কেউ মাথার চুল ছেটে (ছোট করে) ছিলেন। 
 সহীহ : বুখারী ৪৪১১, মুসলিম ১৩০১, তিরমিযী ৯১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৭৭।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মাথার চুল ছেটে ফেলতে পারবেন।   
কাফফারা ওয়াজিব হবেনা।
,
(খ)
হজ্জে ইফরাদের ক্ষেত্রে ইওমুন নাহরের দিন জামারায়ে কাবায় পাথর নিক্ষেপের পর মাথা মুন্ডাবে অতঃপর ইহরাম খুলতে পারবে।

হজ্জে কিরান আর হজ্জে তামাত্তু' এর ক্ষেত্রে পাথর নিক্ষেপের পর কুরবানী করবে।
অতঃপর হলক করে ইহরাম খুলতে  পারবে।
,
(গ)
خَيْمَة ج خِيَام ، خِيَم [خيم]
[খাইমাহ] শব্দের অর্থঃ 
শিবির,তাঁবু,ক্যাম্প,শামিয়ানা,চাঁদোয়া।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তাবু/তাদের থাকার স্থান এখানে  উদ্দেশ্য    

(ঘ)
এক্ষেত্রে সদকায়ে ফিতর সমপরিমাণ ছদকাহ করে দিতে হবে।       


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...