ক) হজে যখন মাথার চুল ফেলে দিতে হয় তখন ফেলে না দিয়ে বিনা ওযরে ছেঁটে ফেললে কি কাফফারা আছে? বা সওয়াব কম?
খ) কোন প্রকার হজের পরে ইহরাম খুলে কোন কোন সময়ে?
গ) আরাফাহর দিন যোহর আসর মূল জামাতে শরীক হতে না পারলে নিজের খিমাতে আলাদা জামাত করা যাবে।
খিমা মানে কি?
ঘ) মুহরিম ব্যক্তি একটি বা দুটি নখ কাটলে সাদকা ওয়াজিব হয়। কিন্তু ওযরের কারণে(কারো আঙুল মাংসের মধ্যে ঢুকে ব্যথা করে অনেক) করলেও কি সাদকা ওয়াজিব হয়?