আমার দাঁড়ি অত্যন্ত কোঁকড়া এবং খুবই এলোমেলো । এলোমেলো হওয়াতে দেখতে কিছুটা খারাপ দেখায় । এজন্য অনেকেই পরামর্শ দেন, যাতে এলোমেলো দাঁড়িগুলো ছেঁটে ফেলি। তবে এতে শরীয়াহর দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিস্কার ধারণা প্রয়োজন । কেউ বলেন দাঁড়িতে কোনোভাবেই হাত দেয়াই জায়েজ নেই । আবার কেউ বলেন, দাঁড়ি রেখেছেন এটা বোঝা গেলেই যথেষ্ট । দাঁড়ি যাতে গোছালো দেখায়, এজন্য গালের দুপাশের এলোমেলো হয়ে থাকা দাঁড়িগুলো কি ছাঁটা জায়েজ হবে?