আসসালামু আলাইকুম।
উপকূলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ থেকে অনেক কিছু ত্রাণ হিসেবে আসে । রোহিঙ্গারা সেগুলি খুব কম মূল্যে বাজারে বিক্রি করে দেয়, যে কারণে ত্রাণের ওই জিনিস গুলি ওই এলাকাগুলোতে অনেক বেশি পাওয়া যায়। রোহিঙ্গারা নিজেরাই সেগলি বিক্রি করে দিতো, সেটা এনে অনেকেই ব্যবসা করত অন্য জেলায়। কিন্তু কিছুদিন আগে আমার কাছে এমন কিছু জিনিস আসে, যেটা দেখে মনে হল এটা রোহিঙ্গাদেরকে বিতরণ করা হয়নি। মানে ত্রাণ আসার পর তাদের হাতে পৌঁছানোর আগেই কেউ একজন বিক্রি করে দিয়েছে। কয়েক হাতবদল হয়ে আমার হাতে এসেছে, কিন্তু আমি এগুলো অনেক আগেই অর্ডার নিয়ে ফেলেছি এবং অন্যদের থেকে টাকা নিয়ে সওদা করে ফেলেছি। কিন্তু হঠাৎ করে আমার কিছু জিনিস দেখে এই সন্দেহটা হলো হয়তো এটা তাদেরকে বিতরণ করা হয়নি। এক্ষেত্রে সবগুলো অর্ডার ক্যানসেল করা আমার জন্য খুবই কষ্টসাধ্য এবং কাস্টমার রা প্রচন্ড হতাশ হবে যদি তাদেরকে এখন না দিতে পারি কারন অনেক আগেই টাকা নিয়েছি। এক্ষেত্রে এখন আমি কি করতে পারি? এই জিনিসগুলো কি আমি বিক্রি করতে পারব? আর এতগুলি মাল কিনেছি। এগুলি ফেরত ও নিবে না বিক্রেতা। কি করবো তাহলে।