বৃষ্টির দিনে বিছানার চাদরে নাোকি লোগে শুকিয়ে গেলে বিঝা যায় না যে ভিজা না শুকনা।কারন একটা আদ্রতা ভাব থাক।তাই আমি যদি ওখানে হাত দেই। এতে আদ্রতা ভাবথাকলেও যদি হাত স্পষ্ট পানির ভিজা না লাগে।তাহলে কী আমি সেখানে নাপাক ধরব।নাপাক কাপরে আদ্রতা ভাব থাকলেও যদি স্পষ্ট নাপাক পানি হাতে না লাগে তাহলে কী কাপর নাপাক ধরব।