বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
বয়ে সালামে মেয়াদ এবং পণ্য এবং পণ্যর গুণাগুণ নির্দিষ্ট হতে হবে। এভাবে যে,দোকানদারকে এখন ৫০০ টাকা দেওয়া হল, সে পরবর্তীতে একমাস পর ১০০০ টাকার মূল্যর নির্দিষ্ট একটা পণ্য দেবে।
এমন হলে জায়েয।তবে অনির্দিষ্ট পণ্য হলে তখন সেটা সুদের আওতাধীন হয়ে নাজায়েয হবে।
বর্তমানে গিফট কার্ড নামে যে কার্ড প্রচলিত রয়েছে,তাতে উপরোক্ত খারাবী ছাড়াও জুয়ার অর্থ বিদ্যমান রয়েছে।সুতরাং গিফটকার্ড নাজায়েয ও হারাম বলে বিবেচিত হবে।
আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﺨَﻤْﺮُ ﻭَﺍﻟْﻤَﻴْﺴِﺮُ ﻭَﺍﻷَﻧﺼَﺎﺏُ ﻭَﺍﻷَﺯْﻻَﻡُ ﺭِﺟْﺲٌ ﻣِّﻦْ ﻋَﻤَﻞِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ ﻓَﺎﺟْﺘَﻨِﺒُﻮﻩُ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)