ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কোন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়ে তার মা বা মেয়েকে শাহাওয়াতের সাথে স্পর্শ করে এবং হুরমতের শর্ত পূরণ করে তাহলে হুরমত সাব্যস্ত হবে।
(২) পাগল বা মানসিক অসুস্থদের ক্ষেত্রেও হুরমত সাব্যস্ত হবে। কেননা হুরমত সাব্যস্ত হওয়ার জন্য শরীয়তের মুকাল্লাফ হওয়া শর্ত নয়।
(৩)হানাফি মাযহাবে মাহরামের সাথে কেউ সহবাস করলে ব্যভিচারের আওতাভুক্ত হয় না ? এ কথা দ্বারা আপনার উদ্দেশ্য কি ? সাধারণত যা বুঝা যায়, সেটা আমরা জানিনা। হানাফি ফিকহে এমনটা রয়েছে বলে আমাদের জানা নাই। ব্যখ্যা আপনি কমেন্টে উল্লেখ করবেন। জাযাকাল্লাহ।
(৪)
অমুসলিম পরিবারে কোন শিশু জন্ম নিলে এবং শিশু অবস্থায় মারা গেলে তাদের সম্পর্কে অধিকাংশ মুফাসসির এর মতামত হল, তারা আরাফে থাকবে।
আরাফ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
وَبَيْنَهُمَا حِجَابٌ وَعَلَى الأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلاًّ بِسِيمَاهُمْ وَنَادَوْاْ أَصْحَابَ الْجَنَّةِ أَن سَلاَمٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ
উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে।
وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاء أَصْحَابِ النَّارِ قَالُواْ رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে, তখন বলবেঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
وَنَادَى أَصْحَابُ الأَعْرَافِ رِجَالاً يَعْرِفُونَهُمْ بِسِيمَاهُمْ قَالُواْ مَا أَغْنَى عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোন কাজে আসেনি।
أَهَـؤُلاء الَّذِينَ أَقْسَمْتُمْ لاَ يَنَالُهُمُ اللّهُ بِرَحْمَةٍ ادْخُلُواْ الْجَنَّةَ لاَ خَوْفٌ عَلَيْكُمْ وَلاَ أَنتُمْ تَحْزَنُونَ
এরা কি তারাই; যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না। প্রবেশ কর জান্নাতে। তোমাদের কোন আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না।(সূরা আ'রাফ-৪৬--৪৯)
যাদের নেকি বদি প্রায় সমান সমান তারাই মূলত আ'রাফে থাকবেন।এবং কাফিরদের নাবালক বাচ্ছারা আ'রাফে থাকবে।
আরাফ হল, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান।
(৫)ইয়াযুয মা’যুযের শিশুরা আরাফে অবস্থান করবে।