বিসমিহি তা'আলা
জবাবঃ-
ভালো কিছু শিখতে বা জানতে উস্তাদকে ফলো করে রাখা যেতে পারে।বা ফ্রন্ডলিস্টেও ঢুকা যেতে পারে।তবে অপ্রয়োজনীয় কতাবার্তার কোনো সুযোগ নেই।
মেয়েদের জন্য উচিৎ নিজ অভিভাবকদের ফ্রেন্ডলিষ্টে থাকা।এবং মাতাপিতারও উচিৎ নিজ সন্তানদের কে ফ্রেন্ডলিষ্টে রাখা।যাতেকরে কে কি করছে,সেটার একটা অনুমান রাখা যায়।
আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তাওফিক দান করুক আমীন।
আল্লাহ-ই ভালো জানেন।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.