বিসমিহি তা'আলা
জবাবঃ-
বিনিময়হীন এভাবে কুরআন খতম করে সওয়াব পৌছালে মৃত ব্যক্তি পর্যন্ত গিয়ে সওয়াব পৌছে।মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য সদকায়ে জারিয়া মূলক কাজ সহ উনার উদ্দেশ্যে যাবতীয় ভালো কাজ করা যেতে পারে।
হযরত সা'দ ইবনে উবাদা রাযি থেকে বর্ণিত
وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: «يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: " الْمَاءُ " فَحَفَرَ بِئْرًا وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ»
তিনি রাসূলুল্লাহ কে বললেন,ইয়া রাসূলুল্লাহ সাঃ! আমার মা মারা গেছেন। উনার জন্য কোন সদকাহ উত্তম?রাসূলুল্লাহ সাঃ বললেন,পানি।অতঃপর সা'দ ইবনে উবাদা একটি কুপ খনন করে বললেন,এটা আমার মায়ের নামে ওয়াকফ করলাম।(মিরকাত-১৯১২)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.