আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
226 views
in সালাত(Prayer) by (22 points)
closed by
নামাযের মধ্যে মনে মনে কোনো দোয়া চলে আসলে কি নামায হবে? কিন্তু নামাযের দোয়া গুলো পরছি ঠিকমতই কিন্তু মনে মনে অন্য চাওয়া চলে আসলে কি নামায হবে? সিজদাতে তো অন্য দোয়া করা যায় তাহলে এই যে মনে মনে দোয়া চলে আসাটা কি সমস্যা হবে?
closed

1 Answer

+1 vote
by (565,890 points)
selected by
 
Best answer
উত্তর
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান হলো মুখে স্পষ্ট শব্দে কোন কিছু না বললে, এর দ্বারা কোন শরয়ী বিধান প্রযোজ্য হবে না।  মনে মনে কোনো কিছু বললে কোনো হুকুম আরোপ করা হয়না।
তাই নামাজের ভিতর মনে মনে দোয়া করলেও নামাজ হয়ে যাবে।
,
তবে যেহেতু নামাজের ভিতর মনকে একনিষ্ঠতার সহিত নামাজের ভিতরে রাখা জরুরি , তাই মনে মনে দোয়া করলে সেই একনিষ্ঠতার ভাব আর থাকেনা। 
তাই মনে মনে দোয়া না করাই উচিত।
,
সাথে সাথে আরো একটি বিষয় স্পষ্ট করছি,সেটা হলো নামাজের ভিতর এমন দোয়া করা নিষেধ,যেটা আল্লাহ তায়ালা ছাড়াও অন্য কাহারো থেকে চেয়ে পাওয়া সম্ভব।  
(যেমন হে আল্লাহ আমাকে কাপড় দাও,আমাকে অমুক মহিলার সাথে বিবাহ করে দাও।)
তাই যদিও মনে মনে দোয়া করলে কোনো হুকুম আরোপ হবেনা,তবে এহেন দোয়া করলে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে।  
তাই সতর্কতামূলক এমন দোয়া না করাই উচিত। 
عن معاویۃ بن الحکم السلمي في حدیث طویل: ثم 
۔قال النبي صلی اللّٰہ علیہ وسلم: إن ہٰذہ الصلاۃ لا یصلح فیہا شيء من کلام الناس، إنما ہو التسبیح والتکبیر وقراء ۃ القراٰن۔ (صحیح مسلم ۱؍۲۰۳ رقم: ۵۳۷)
অর্থাৎ নামাজের ভিতর মানুষের সাথে  যেমন বাক্যে কথা বলা হয়,তেমন বাক্য বলা উচিত নয়,,,,,,,,,
۔
والله أعلم بالصواب 

উত্তর লিখনে 
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...