হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " .
আবদুল্লাহ ইবনু মাসউদ হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে ডান দিকে তারপর বাম দিকে এ বলে সালাম ফিরাতেন, আসসালামু 'আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। —সহীহ। ইবনু মাজাহ– (৯১৪), মুসলিম,তিরমিজি ২৯৫)
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মুক্তাদিদের উপরেও মুখে
السلام عليكم ورحمة الله
বলা সুন্নাত।
না বললে নামাজের কোনো সমস্যা হবেনা,তবে সুন্নাহর খেলাফ হবে।
,
(০২)
যেহেতু এসব গাছের মালিকানা নেই,আর মাটিতে পরে এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, তাই এসব ফল খেতে কোনো সমস্যা নেই।
(০৩)
এটি যদি নফল/সুন্নাত নামাজ হয়,তাহলে মনে পড়ার সাথে সাথেই আপনি বসে যাবেন,তাশাহুদ পড়ে সেজদায়ে সাহু দিয়ে নামাজের অবশিষ্ট কাজ শেষ করবেন।
,
আর যদি এটি ফরজ নামাজ হয়ে থাকে,তাহলে বিধান হলোঃ
ফরয নামাযের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত রাকাতের সিজদা না করা পর্যন্ত স্মরণ হওয়ামাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহু সিজদার মাধ্যমে নামায সম্পন্ন করবে।
কিন্তু অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেললে নামাযটি আর ফরয থাকবে না। তাই দুই রাকাত বিশিষ্ট ফরয নামাযে এমনটি হলে সেক্ষেত্রে নিয়ম হল, ৩য় রাকাতে বৈঠক না করে আরো এক রাকাত পড়ে নিবে। এক্ষেত্রে পুরো চার রাকাতই নফল গণ্য হবে। আর তাকে ফরয নামায পুণরায় পড়ে নিতে হবে।