ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কনে আপনার সাথে বিয়ে বসতে রাজী, তিনি এত টাকার বিনিময়ে আপনাকে গ্রহণ করবেন মর্মে একটি সংবাদ দুজন সাক্ষী সহ আপনার নিকট একজন পৌছবেন। এবং এ সংবাদ শ্রবণ করার পর আপনি উনাকে বিয়ে করবেন বলে দুজন সাক্ষীর সামনে সম্মতি প্রকাশে করবেন। পাত্র পাত্রী সামনে থাকলে উকিলের প্রয়োজন নাই। পাত্র বা পাত্রী তাদের যে কেউ অপরজনকে বিয়ের প্রস্তাব দিতে পাবে। যদি পাত্র বা পাত্রীর কোনো একজন অনুপস্থিত থাকেন, তখনই তিনি একজন উকিল প্রেরণ করবেন যে, আমি আসতে পারছিনা, আমার পক্ষ্য থেকে আমার উকিল আমার বিয়েকে সম্পাদন করবেন। সুতরাং মসজিদে মেয়ের পক্ষ্য থেকে একজন উকিল থাকবেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পাত্র যদি মসজিদে থাকেন, তাহলে মসজিদের মেয়ের পক্ষ্য থেকে একজন উকিল বিয়ের আসরে উপস্থিত থাকবেন। না বুঝলে আমাদেরকে কমেন্টে বলবেন। জাযাকাল্লাহ।