বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি আপনার মামীর দুধ পান করেছেন।তাই আপনার মামীর সাথে এবং আপনার উক্ত মামীর সন্তানাদির সাথে আপনার দুধ সম্পর্ক স্থাপিত হয়েছে।তবে আপনার বড় বা ছোট ভাই,যারা আপনার মামীর দুধ পান করেনি,তাদের সাথে আপনার মামাতো ভাই বোনের কোনো প্রকার দুধ সম্পর্ক স্থাপিত হয়নি।
সুতরাং আপনার বড় বা ছোট ভাই/বোন আপনার উক্ত মামাতো বোন ভাইয়ের সাথে বিবাহ সম্পর্কে জড়াতে পারবে।এতে কোনো সমস্যা হবে না।
কত বার দুধ পান করলে দুধ সম্পর্ক স্থাপিত হবে?এ সম্পর্কে মতভেদ রয়েছে- বিশুদ্ধ মতানুযায়ী একবার এক কাতরা দুধ পান করে নিলেও দুধ সম্পর্ক প্রমাণিত হয়ে যাবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৩/৬১৭)আল্লাহ-ই ভালো জানেন।