বিসমিহি তা'আলা
জবাবঃ-
কোরবানি দেওয়ার বিধান কি? কোরবানি কাদের উপর ফরজ? আমি কি, আমার মা,বাব,স্ত্রীর হয়ে কোরবানি দিতে পারব? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-1642
ভাগে কুরবানী দেয়ার নিয়ম বিস্তারিত জানতে ভিজিট করুন-321
কুরবানি মূলত ব্যক্তির উপর ওয়াজিব হয়।308
সুতরাং সাতজন একটি গরু বা গরু জাতীয় প্রাণী যেমন মহিষ,উট ইত্যাদিতে শরীক হয়ে কুরবানি দেয়া যাবে।যেহেতু কুরবানি ব্যক্তির উপর ওয়াজিব হয়,তাই সাত ব্যক্তির পক্ষ্য থেকে কুরবানি করা হবে।সাত পরিবারের পক্ষ্য থেকে কুরবানির কোনো নিয়ম নেই।তাই এক পরিবারে যদি দুইজন উপার্জন সক্ষম ব্যক্তি থাকেন।এবং তাদের নেসাব পরিমাণ মাল থাকে,চায় ক্রমবর্ধমান হোক বা অক্রমবর্ধমান মাল হোক।তাদের উপর পৃথক পৃথক কুরবানি আসবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.