বিয়ের সময় কাবিননামায় স্ত্রীকে তালাক্ব এর অধিকার দেওয়ার বেপারে আমার জানা ছিলনা কিছু। ওখানে কাজী সাহেব হা লিখে দেয়। পরিবার কে না জানায় বিয়ে হয় বিধায় বিষয়টা চোখে পড়েনি। পড়ে যখন খেয়াল করলাম তখন আমি স্ত্রীকে জানাই যে এরকম অধিকার আমি তোমাকে দিবোনা এবং সে সেটা সমর্থন করে ও সম্মতি প্রকাশ করে। এখন কি কিছু করণীয় আছে এ বেপারে?