ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)যদি কোনো স্বামী নির্জনে একা একা তালাক দিয়ে দেয়, এবং তার তালাক প্রদান সম্পর্কে কেউ অবগত না থাকে, তাহলে তালাক হয়ে যাবে। যদি স্ত্রী তার স্বামীর তালাক সম্পর্কে অবগত না থাকে, এবং স্ত্রী তার স্বামীর সাথে সংসার চালিয়ে যায়, তাহলে এজন্য স্ত্রীর কোনো গোনাহ হবে না। বরং সমস্ত গোনাহের দায়ভার তার স্বামীর উপরই থাকবে।
(২)কোন মহিলার স্বামী যদি তার মনের মতো না হয়,প্রকৃত দীনদ্বার না হয়,তাহলে সে মহিলা তার স্বামীর সাথে খোলা করতে পারে। অর্থাৎ মহরের টাকা ক্ষমা করে দিয়ে সে তার স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে নিতে পারে। বা মহর ব্যতীত আরো অতিরিক্ত মাল দিয়ে স্বামীর নিকট থেকে তালাক গ্রহণ করে নিতে পারবে। বিয়ে হওয়ার পর স্বামীর মনের মত না হলেও তার সাথে সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা অভ্যাহত রাখা উত্তম।