কোনো হারাম কাজ, আল্লাহর নাম দিয়ে শুরু করা কুুফরি। এবং জেনেশুনে করিলে ব্যক্তি কাফের হয় যায়।
যেমন কেউ যদি বলে "আমি যেনায় যাবো ইনশাআল্লাহ্" (না''উযুবিল্লাহ্)। এই কথা কুফরি তা জেনে শুনে বললে কাফের হয়ে যাবে ঠিক।
কিন্তু আমার মনে একটি প্রশ্ন জাগে বারবার ( নিচের একটি বাস্তবিক উদাহরন এর সাথে বহু কাযে আমি এরকম ইনশাআল্লাহ্, মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ্ আমি বলতে পারবো কি না? আমি সন্দেহে পড়ে যাই))
লক্ষ করুন-
আমি লিডিং ইউনিভারসিটি তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবো। কিন্তু আমাদের দেশে তো সহশিক্ষা আছে। তাছাড়া আমার ইঞ্জিনিয়ার হতে হলে সহশিক্ষা করতে হবে,,কারন এর বিকল্প আমাদের দেশে নাই।
আবার সহশিক্ষা হারাম। কিন্তু বর্তমানে যেহেতু দেশে আর কোনো রাস্তা খুলা নেই,,তাই পুরুষ চোখ এর পর্দা আর নারী পরিপূর্ণ পর্দ করে সহশিক্ষা করে নেবে,, অনেক স্কলার বলেন।
সসহশিক্ষা হারাম। এইকেত্রে আমি কি বলতে পারব
"ইনশাআল্লাহ্, আমি লিডিং ইউনিভারসিটি এ ইঞ্জিনিয়ারিং পড়বো" এইভাবে ইনশাআল্লাহ্ বলা কি ঠিক হবে? কেননা,,আমি যেভাবে পড়বো,,তা তো সহশিক্ষা,যা হারাম।
এইরকম ঘটনা আরোও অনেক জিনিসে প্রশ্ন জাগে।
তাছাড়া আমি যখন গ্রাজুয়েশন শেষ করে বের হবো তখন কি আমি এভাবে বলতে পারবো যে,, "আলহামদুলিল্লাহ্, আমি লিডিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করছি" --এখন এভাবে কি শুকরিয়া আদায় করতে পারবো?? --কেননা আমি হারাম তরিকায় সহশিক্ষা সহিত গ্রাজুয়েশন শেষ করেছি।
উপোরক্ত বর্নিত ঘটনা এবং এর সাথে অন্য প্রসংগে মিলিত আরও ঘটনার ক্ষেত্রে কি আমি ইনশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্ মাশাআল্লাহ্ বলতে পারবো কি,,বলা জায়েজ হবে কি??