জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلي الله عليه وسلم " إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ ثُمَّ لْيَنْصَرِفْ " . - صحيح
‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সলাতের মধ্যে তোমাদের কারো অযু নষ্ট হলে হলে সে যেন তার নাক চেপে ধরে বেরিয়ে যায়।
ইবনু মাজাহ (অধ্যায় : সলাত ক্বায়িম, অনুঃ সলাতে অযু ভঙ্গ হলে কিভাবে বেরিয়ে আসবে, হাঃ ১২২২), বায়হাক্বী ‘সুনান’ (২/২৫৪), হাকিম (১/১৮৪), দারাকুতনী (১/১৫৮) আবু দাউদ ১১১৪।
আরো জানুনঃ
,
(০১)
জামাতে নামাজের সময় শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে নিকটস্থ অযু খানায় অযু করে এসে তাশাহুদ না পড়ে থাকলে তাহা পড়ে অন্যান্য দরুদ দোয়ায়ে মাছুরা পড়ে সালাম ফিরিয়ে দিবে।
শর্ত হলো আসা যাওয়ার পথে,অযু চালাকালিন সময়ে কথা বার্তা বলা যাবেনা।
কথা বার্তা বললে পুনরায় নামাজ আদায় করতে হবে।
(যদি আগেই এগুলো পড়া থাকে,তাহলে এসে শুধু সালাম দিবে।)
,
(০২)
নিকটতম অযুমখানায় অযু করে এসে বাকি নামাজ দ্রুত আদায় করে ইমামের সাথে শরীক হবে।
আরো জানুনঃ