বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)কাপড় তিনবার ধোয়ার পর পানি ঝড়ার সময় হাত দিয়ে ধরলে তা হাত নাপাক হবে না।
(২)হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যাবে,এদ্বারা কাপড় বা শরীর নাপাক হবে না। তবে যদি তা নাপাক কোনো জিনিষ দ্বারা তৈরী হয়,তাহলে তা নাপাক।আপনি তথ্য নিয়ে দেখুন, তা কিভাবে তৈরী হয়ে থাকে।
(৩)হ্যা,কাযা সিয়াম যেকোনো সময় পালন করা যাবে।
(৪)সাধারণত এমতাবস্থায় আপনি নাপাক হবেন না।তবে প্রস্রাব মনে হওয়ার পর লজ্জাস্থানে হাত দিয়ে যদি প্রস্রাবের সত্যতাকে পাওয়া যায়,তাহলে কাপড় বা শরীর নাপাক হবে,নতুবা নাপাক হবে না।
(৫)না,ঐ কাপড় নাপাক হবে না।